শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ, ১৪৩১

সাধারণ পাঠাগারে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ পাঠাগারে আজ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন তল্লা বড় জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মাওলানা ওমর ফারুক।
ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ হোসেন লাভলু ও প্রাক্তন সভাপতি মঈন আহসান।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম।
পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ ইফতারে সংগঠনের সিনিয়র সদস্য কাওসার আহমেদ, এবিএম আসাদুজ্জামান সুমন, মোহাম্মদ আলাউদ্দিন, কামাল উদ্দিন আহমেদ ও মোঃ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় প্রাক্তন সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ, মোঃ বদরুল আলম বাদল, মোঃ মনির হোসাইন ও মোশাররফ হোসেন রনি। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য সহ সাপা শিশু কিশোর আসরের ২২ জন সদস্যও ইফতারে অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান রুমি ইফতার মাহফিলে আগত সকল সদস্য ও অতিথিদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Join Manab Kallyan