সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

বন্দর উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে। বেলা বাড়লেও ভোটকেন্দ্রে ভোটার বাড়ছে না। প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কাউকে লক্ষ্য করা যাচ্ছে না।

১২ নং কুশিয়ারা ভদ্রাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১৩০টি। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে হয়তো ভোটার উপস্থিতি কম। আবহাওয়া অনুকূলে এলে ভোটার উপস্থিতি বাড়বে।

Join Manab Kallyan