ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আব্দুল হেকিম (৪৫) নামের ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রশিদ (৫৫)। তিনি ওই এলাকার মৃত তমিজ উদ্দিনের বড় ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুর রশিদের সঙ্গে ছোট ভাই আব্দুল হেকিমের বিরোধ চলে আসছিল। এর মধ্যে বুধবার বিকেলে ছোট ভাইয়ের দুটি গরু বড় ভাই আব্দুর রশিদের পাটক্ষেত নষ্ট করছিল। পরে গুরুর বাছুর দুটিকে গাছের সঙ্গে বেঁধে রাখেন বড় ভাই। খবর পেয়ে আব্দুল হেকিম উত্তেজিত হয়ে দা দিয়ে বড় ভাই আব্দুর রশিদের পেটে কোপ দেয়। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হলে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের ছেলে মুরাদ মিয়া বলেন, আমার চাচা দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।