ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ৩৬ থানার মধ্যে ৩৪টিতে কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন। তিনি জানান, থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দুটি থানার কার্যক্রমও শুরু হবে।
শহরের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিন দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত কর্নেল মাহমুদ হাসান ও পুলিশ সুপার (এসপি) মাছুম আহম্মেদ ভূঞা প্রমুখ।
এ সময় কর্নেল মাহমুদ হাসান বলেন, পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।