জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের নীতিমালা ও বিদ্যমান ডিসি ফিটলিস্ট বাতিল হচ্ছে। মঙ্গলবার-বুধবারের মধ্যে সব জেলার ডিসি প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বিদ্যমান ফিটলিস্টে ডিসি নিয়োগের প্রক্রিয়া বাতিলের দাবিতে সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসন ক্যাডারের ২৪, ২৫ ও ২৭ ব্যাচের উপসচিব পদমর্যাদার সংশ্লিষ্ট কর্মকর্তারা জড়ো হতে থাকেন।
সংক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে জরুরি বৈঠক বসে। সেখানে এসএসবি সংশ্লিষ্ট বেশ কয়েকজন সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে সংক্ষুব্ধ কর্মকর্তাদের মধ্য থেকে ৫ জন কর্মকর্তার বক্তব্য শুনতে বৈঠকে ডাকা হয়। তারা হলেন ২৪ ব্যাচের নূরজাহান খানম ও নজরুল ইসলাম, ২৫ ব্যাচের নুরুল করীম ভূঁইয়া, ফরিদা খানম এবং ২৭ ব্যাচের সারওয়ার আলম। এ সময় সবার পক্ষ থেকে দাবির বিষয়টি সংক্ষিপ্ত আকারে উপসচিব নূরুল করিম ভূইয়া তুলে ধরেন।
এদিকে বৈঠক শেষে সিদ্ধান্ত হয় উল্লেখিত তিনটি ব্যাচের ডিসি পদে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের মধ্যে মেধা, দক্ষতা ও সততাকে বিবেচনায় নিয়ে নতুন করে ডিসি পোস্টিং দেওয়া হবে। এর আগে মঙ্গলবার থেকে ডিসি প্রত্যাহার শুরু হবে।