মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১

শিক্ষার্থীদের দাবির মুখে বিএম কলেজে কমলো পরীক্ষার ফি

স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার অতিরিক্ত ফি কমাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ফি কমিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে অতিরিক্ত ফি কমানোর দাবিতে ঘণ্টাখানেক নতুনবাজার-নথুল্লাবাদ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মুখে বিএম কলেজে কমলো পরীক্ষার ফি

এসময় ধার্যকৃত অতিরিক্ত ফি কমাতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনিক ভবনে জড়ো হন। এসময় তারা অধ্যক্ষের কক্ষের সামনে স্লোগান দিতে থাকেন। পরে বৃষ্টি কিছুটা কমে এলে ক্যাম্পাস সংলগ্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি অংশ।

বিক্ষোভরত সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘বিভাগভেদে ৪৫০০-৬০০০ টাকা পর্যন্ত পরীক্ষা ফি ধার্য করা হয়েছিল। অতিরিক্ত ফি প্রত্যাহারে আমরা আন্দোলন করেছি। পরে ফি এক হাজার টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের দাবির মুখে বিএম কলেজে কমলো পরীক্ষার ফি

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আমিনুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক সমাধান দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা ফি দিতে আর কোনো সমস্যা নেই।

Join Manab Kallyan