ময়মনসিংহের ফুলপুরে কৃষক সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৬৭ জনের নামে করা মামলার আবেদন প্রত্যাহার করেছেন কৃষকদল নেতা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক ইকবাল হোসেনের কাছে মামলার আবেদন প্রত্যাহার চান বাদী। পরে বিচারক জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহার করেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক সফিকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ২৫০-৩০০ জনকে।
নিহত কৃষক সাইফুল ইসলাম (৩৭) জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ের চক ঢাকির কান্দা গ্রামের কৃষক তৈয়ব আলীর ছেলে। মামলা প্রত্যাহারের বিষয়ে জানতে জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলীর নম্বরে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।