গত ১০ বছরে দেশে শিশুশ্রম কমেনি, বরং বেড়েছে। এ সময়ে দেশে প্রায় এক লাখ শিশুশ্রমিক বেড়েছে। সর্বশেষ হিসাবে, দেশে এখন ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন শিশুশ্রমিক আছে। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯। এ ছাড়া বর্তমান শিশুশ্রমিকদের মধ্যে ১০ লাখ ৭০ হাজার ঝুঁকিপূর্ণ কাজ করে। তবে ১০ বছরের ব্যবধানে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রমিকের সংখ্যা দুই লাখের মতো কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস) গতকাল বৃহস্পতিবার জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২–এর প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে বিবিএস আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করে।