দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বর্তমানে প্রতিটি স্তরে নারীরা তাঁদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছেন। নারীর সম-অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ‘নারীর সম-অধিকার-সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
গত সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।