সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

ঈদে দেখা দেবেন অর্চিতা স্পর্শিয়া

দর্শকপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার এখন নাটকের কাজ করছেন না বললেই চলে। তার অভিনয়ে শেষ কবে কোন নাটক প্রচার হয়েছে, সেটা খুঁজে বের করা কঠিন হবে। তবে সুখবর হলো, এবারের ঈদে বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন এ গ্ল্যামারাস এ অভিনেত্রী।

নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে রয়েছেন এ সময়ের ব্যস্ত অভিনেতা মুশফিক আর ফারহান। তারচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এ নাটকে দেখা যাবে ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে। যাকে ঘিরে আবর্তিত হবে গল্প।

সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী। নাটকটির গল্প এগিয়ে যায় নূর (ফারহান), রুহি (স্পর্শিয়া) ও ম্যাক্স (কুকুর) এ তিনটি চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে।

ঈদে দেখা দেবেন অর্চিতা স্পর্শিয়া

নির্মাতা জানান, এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে তেমন আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতাও উঠে আসবে। থাকছে পোষ্যপ্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নাটক হিসেবে থাকছে ‘নূর’। যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Join Manab Kallyan