শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ, ১৪৩১

ভাইরাল হতে বাসর রাতের ভিডিও শেয়ার করলেন নবদম্পতি!

‘শুধু তা-ই পবিত্র, যা ব্যক্তিগত’, বলেছিলেন প্রখ্যাত ভারতীয় কবি বুদ্ধদেব বসু। কিন্তু সেই কথাটি এখন আর মানতে চায় না ‘ভাইরাল জ্বরে’ আক্রান্ত নতুন প্রজন্ম। ভ্লগিংয়ের নামে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন তারা। তাই বলে বাসর রাতের ভ্লগ! এবার তা-ও দেখা গেলো। সেই ভিডিও ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নবদম্পতি নিজেদের বাসর রাত নিয়ে আলোচনা করছেন। বর কনেকে প্রশ্ন করছেন, কেমন ছিল আমাদের বাসর রাত? উত্তরে নববধূ বলছেন, এখনো সেটা হলো কোথায়?

এরপর খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়েও কথা বলতে দেখা যায় বরকে। একপর্যায়ে নববধূকে নিবিড়ভাবে চুমু দেন ওই যুবক। সেই দৃশ্যও দেখা যায় ভিডিওতে। এরপর বিছানার দিকে এগোতে থাকেন দুজন।

এমন ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বর-কনে।

ব্যঙ্গ করে কেউ কেউ বলছেন, আর রইলো বাকি কী! ব্যক্তিগত মুহূর্তগুলো কি সবার সামনে দেখাতে হবে?

অনেকের মতে, সমাজে নৈতিকতার যে অধঃপতন হয়েছে, এ ধরনের ভিডিও তারই প্রমাণ।

আরেকজন খোঁচা দিয়ে বলেছেন, দরজা-জানালা খুলে দিলেও হতো!

সূত্র: সংবাদ প্রতিদিন

Join Manab Kallyan