শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ, ১৪৩১

কমার্শিয়াল ফাইন্যান্স ম্যানেজার পদে চাকরির সুযোগ

শীর্ষস্থানীয় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ‘কমার্শিয়াল ফাইন্যান্স ম্যানেজার, কনজ্যুমারস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: কমার্শিয়াল ফাইন্যান্স ম্যানেজার, কনজ্যুমারস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক এবং এমবিএ
অভিজ্ঞতা: ফাইন্যান্স ম্যানেজার হিসেবে বিশেষ করে, ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস (এফএমসিজি) শিল্পের কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে

প্রার্থীর যেসব যোগ্যতা থাকতে হবে

১. প্রার্থীকে মার্কেটিং টিমের সাথে কাজ করতে হবে এবং আর্থিক বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। পাশাপাশি এ বিষয়ে সঠিক পরামর্শ প্রদানে সক্ষম হতে হবে।

২. প্রতিষ্ঠানের বিজনেজ কেসের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক বিষয় নিয়ে প্রজেকশন দিতে হবে এবং তাকে ঝুঁকি মূল্যায়ন ও লাভজনকতা বিশ্লেষণেও দক্ষ হতে হবে।

৩. দীর্ঘমেয়াদি মার্কেটিং ব্র্যান্ড কৌশল তৈরিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং প্রবৃদ্ধির সুযোগ নিয়ে ফাইন্যান্সিয়াল সিমুলেশন তৈরি করতে হবে।

৪. প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা ও প্রবৃদ্ধির সক্ষমতা বাড়াতে ফাইন্যান্স সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হবে এবং এক্ষেত্রে অটোমেশনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৫. কৌশলগতভাবে চিন্তা করতে পারতে হবে এবং প্রতিষ্ঠানের বিক্রয় কৌশলকে বাস্তব ক্ষেত্রে ব্যবসায়িক ফলাফলে রূপান্তরে বিশেষভাবে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের ঠিকানা: জিপিও বক্স- ২৯৯৯, ঢাকা, বাংলাদেশ। প্রার্থীদের কাভার লেটার ও পাসপোর্ট সাইজের ছবিসহ জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৪

সূত্র: প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি

Join Manab Kallyan