ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সহযোগী সদস্য মরহুম আহনাফ আকিফের রুহের মাগফিরাত কামনায় সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে ২৭ মার্চ বুধবার বিকালে মরহুম আহনাফ আকিফের চানমারিস্থ বাসায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
জেলা সভাপতি তৌফিক বিন হারিছের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর বায়তুলমাল সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, জামিয়া শারইয়্যাহ নারায়ণগঞ্জের পরিচালক মুফতী আমীনুর রহমান নড়াইলী, ইসলামী যুব মজলিসের মহানগর সাধারণ সম্পাদক আহমদ আব্দুল্লাহ নাফী।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি নাঈমুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ শাহ নেওয়াজ, ইসলামী যুব মজলিসের মহানগর অফিস ও প্রচার সম্পাদক ক্বারী উবাইদুল্লাহ, আনাস আহমদ, মুহাম্মদ আবু সাঈদ, ফজলে রাব্বী, প্রমুখ।