বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন, ১৪৩১

গোলাম আরিফ টিপুর দ্বিতীয় জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর প্রবীণ আইনজীবী ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ৩টার পর অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এ জানাজার নামাজ সম্পন্ন হয়। এর আগে প্রথম জানাজা সম্পন্ন হয় নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

দুপুর ২ টার দিকে বেইলি রোড়ের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ নিয়ে আসা হয় তার কর্মস্থল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, আন্তর্জাতিক ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর মো. মুখলেসুর রহমান বাদল, রেজিস্টার ব্যারিস্টার মোহাম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ ও তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক উপস্থিত ছিলেন। এসময় জানাজায় শরিক হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো.কামরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

Join Manab Kallyan