পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ মারা যান ২০২২ সালের ২৪ জানুয়ারি। মৃত্যুর ঘটনা তদন্ত করে ডিবি বলছে, জীবদ্দশায় হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও অন্য আসামিরা তার চিকিৎসা না করে, নিয়মিত ইনসুলিন না দিয়ে অবহেলার মাধ্যমে ‘মৃত্যু ঘটানোর কাজটি’ নিশ্চিত করেন। এমন অভিযোগে হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন ডিবির পরিদর্শক আব্দুল হক।
