মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ, ১৪৩১

‘আত্মবিশ্বাস থাকলে মেয়েরা সব পারবে’

‘প্রত্যেক মেয়ের মনের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে, ‘আমি সব পারবো।’ মেয়েরা সব পারে, আত্মবিশ্বাস থাকলে মেয়েরা সব পারবেই।’ একজন সফল নারীর সফলতার পেছনে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে নিজের আত্মবিশ্বাস। নারী কখনও মা, কখনও ঘরনি, কখনও কর্মী, কখনও সংসার কর্ত্রী। নিজের আত্মবিশ্বাসে নিজেকে এগিয়ে রাখার জন্যই একজন নারী তার দৈনন্দিন জীবনের এই সকল চরিত্রেই সমান পারদর্শী হয়ে উঠে। নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যদের জীবন করে তুলছেন আনন্দময়। এমনই হন একজন আত্মবিশ্বাসী নারী।

একজন নারীর নিজের অধিকার আদায়ে নিজেকেই কথা বলতে হবে। নিজের প্রয়োজনীয় বিষয়গুলো নিজেকেই চাইতে হবে। নারীর জন্য ঘরের চারদেয়ালে বন্দি থাকা লাগবে, এই ধারণা ভাঙতে হবে। আর এ-সব করতে পারে একজন নারী নিজেই। নারী নিজের জন্য যদি নিজেই আওয়াজ না তোলে, তাহলে অন্য কেউ আর তার জন্য আওয়াজ তুলবে না।

তবে প্রবল ইচ্ছাশক্তি ও ‘আত্মবিশ্বাস’ থাকলেই নারীরা যেকোন পেশায় স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। নারী যদি নিজের অধিকার নিজে আদায় করতে না পারে, তাহলে তাকে সারা জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়েই বাঁচতে হবে। নারীরাও যে পারে, তারাও যে নিজের জন্য কথা বলতে পারে, আওয়াজ তুলতে পারে, এটা সকলকে জানাতে পারে একজন নারী নিজেই। অর্থাৎ, একজন নারীর আত্মবিশ্বাস সেই নারী নিজেই।

মডেল: মাইহার মিম

Join Manab Kallyan