মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন দুই সাংবাদিক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিয়োগ পেয়েছেন দুইজন সাংবাদিক। তাদের এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডেইলি স্টার পত্রিকার সাব এডিটর/রিপোর্টার সুচিস্মিতা তিথি ও ভিজুয়াল সাংবাদিক/রিপোর্টার নাইম আলীকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‌‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর গ্রেড-৯ ভুক্ত ২২,০০০-৫৩০৬০/- স্কেলের সর্বোচ্চ ধাপ ৫৩০৬০/- টাকা নির্ধারিত বেতনে তারা এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

Join Manab Kallyan