জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মেঝেতে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান হাত ভেঙে গেছে। কয়েক মাস আগে একইভাবে মেঝেতে পড়ে তাঁর পা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল।
বৃহস্পতিবার ভোরে অজু করতে গিয়ে আফরোজা আব্বাস বাথরুমে পড়ে যান বলে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া উইং থেকে বলা হয়, আফরোজা আব্বাসের ভেঙে যাওয়া হাতে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেখানে অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
আফরোজা আব্বাসের সুস্থতার জন্য দলের নেতা-কর্মীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।