সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর অংশ হিসেবে ছাত্রলীগকে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোয় সব ধরনের অনুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাড়ম্বরে উপস্থিত হচ্ছেন। অথচ ইফতার মাহফিলে হামলা হচ্ছে।