শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

মালয়েশিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ ইয়াসিন-তরিকুল

হিফজুল কোরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। তারা ওড়াচ্ছেন বিশ্বদরবারে দেশের পতাকা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতেও বাংলাদেশি হাফেজদের ব্যাপক সাড়া। নানা দেশে পবিত্র রমজান মাসে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য হাফেজ।

বিদেশের মাটিতে কুরআনের সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের তেলাওয়াতে হয়ে উঠছে আবেগঘন ও আবেশময়। বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজ পড়াতে যান। এ রেওয়াজ বেশ পুরোনো। তবে মালয়েশিয়ায় হাফেজদের আসা-যাওয়ার ইতিহাস খুবই কম।

Join Manab Kallyan