কুয়েতে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার (১৬ জুন) ভোর ৫টা ৩ মিনিটে একযোগে সব মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
কুয়েত সরকার অনুমোদিত হাসাবিয়া, ফরওয়ানিয়া, মাহবুল্লাহ, কুয়েত সিটিসহ ১৫টিরও বেশি মসজিদে ঈদের নামাজে বাংলায় খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা।
নামাজ শেষে দূর প্রবাসে থাকা বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। কুয়েতের গ্র্যান্ড মসজিদ, বিলাল বিন রাবাহ মসজিদ এবং বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া বড় মসজিদে ঈদের অন্যতম বড় জামায়াত অনুষ্ঠিত হয়।
এদিন কুয়েতে প্রবাসী বাংলাদেশি কয়েকটি পরিবার মিলে এবং সামর্থ্যবান প্রবাসী বাংলাদেশিরা কয়েকজন মিলে পশু কুরবানি করেন।