মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১

সোশ্যাল মিডিয়ায় বিজয়ের আমেজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। ৫ আগস্ট দুপুরে এ খবর পেয়ে বিজয়ে মেতে ওঠেন আন্দোলনকারীরা। দেশে বন্ধ থাকা সোশ্যাল মিডিয়াও খুলে দেওয়া হয় এ সময়। ফলে ফেসবুকজুড়ে চলতে থাকে বিজয় উল্লাস। সেই সঙ্গে অনুভূতি ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জহির খান নামে একজন লিখেছেন, ‘কাজের জন্য উল্লাসে বিলম্ব! যা-ই হোক! একাত্তরের গল্প শোনার সেই আমি, ২০২৪ সালে স্বাধীনতার স্বাদ গ্রহণ। আলহামদুলিল্লাহ।’

মেহেদী হাসান সজীব লিখেছেন, ‘দেশে ভাস্কর্য থাকবে, গান থাকবে, বোরকা থাকবে, সিঁদুর থাকবে, মসজিদ, মন্দির সব থাকবে। থাকবে না শুধু স্বৈরাচার আর ব্যক্তি পূজা।’

সাংবাদিক আবু আজাদ লিখেছেন, ‘আমাদের শিক্ষার্থীরাই আমাদের নায়ক। ভুল পথে হাঁটবে না বাংলাদেশ।’

কবি ও কথাশিল্পী জোবায়ের মিলন লিখেছেন, ‘শুধু দেখলাম, কী দাম্ভিকতায় তলিয়ে গেল একটা টাইটানিক।’

জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইন একটি বিখ্যাত গানের কলি তুলে ধরেছেন, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার…’

কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই লিখেছেন, ‘মনে হয় এই দিনটির জন্যই রোগে-শোকে এতদিন বেঁচে আছি।’

Join Manab Kallyan