শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র, ১৪৩১

হাইভোল্টেজ ম্যাচে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে হয়ে গেল আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবল প্রতিযোগিতার শেষ চারে উঠবে কোন দল-সিটি নাকি রিয়াল, তা নিশ্চিত করতে গতকাল ইতিহাদ স্টেডিয়ামে খেলা হয় ১২০ মিনিট। অবশেষে খেলার ফলাফল নির্ধারণে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সেই পেনাল্টি শ্যুটআউটে সিটিকে ৪-২ ব্যবধানে হারায় রিয়াল।

বুধবার রাতে সিটির ঘরের মাঠ ইতিহাদে দ্বিতীয় লেগের মূল সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। প্রথম লেগেও ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। যে কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ৪-৪ সমতা।

এরপর পেনাল্টি শ্যুটআউটে নেমে প্রথম ৩ শটের দুটিই মিস করে সিটির বার্নাডো সিলভা ও মাতেও কোবাসিস। অপরদিকে প্রথম ৩ শ্যুটের দুটিতেই গোল করে রিয়াল। যে কারণে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ২-১। এরপর চতুর্থ শটেও গোল করে রিয়াল। সিটিও চতুর্থ শ্যুটে গোল পায়। রিয়ালের জয় নির্ধারিতকারী শেষ শ্যুট এসে সফল হন অ্যান্টনিও রুডিগার। ফলে অতিধিদের জয় নিশ্চিত হয় ৪-২ ব্যবধানে।

Join Manab Kallyan