শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

তামিমের কাছে হেরে গেলেন সাকিব

তামিমের কাছে হেরে

তামিম ইকবালের কাছে হেরে গেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল।

শুক্রবারের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে তামিমের দল।

সাকিবের উপর বিশ্বাস রেখেছেন ফ্যানরা। হারিয়ে যাওয়া সাইফউদ্দিনেই তামিম ইকবালের আস্থা। এই পেসার বাঁধনহারা। ফরচুন বরিশালের উঠানে উৎসবের ঘনঘটা। সাইফউদ্দিন যে নিয়েছেন সাকিব আল হাসানের মূল্যবান উইকেটটা। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে মাথানিচু করে মাঠ ছাড়লেন মহাতারকা।

কাপ্তান তামিম এদিন ক্ষুরধার। মনোবল বাড়িয়েছেন সবার। ডিআরএস নেয়ায় তার বিচক্ষণতা। বড় ম্যাচে সাইফউদ্দিন পেয়েছেন ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসটা।

গোটা বাংলায় উত্তেজনা। সাকিব-তামিম দ্বৈরথ বলে কথা। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। শুরুতেই বরিশাল অন ফায়ার।

Join Manab Kallyan