সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

১১৮ স্ট্রাইকরেটে ব্যাটিং, কোহলিকে ধুয়ে দিলেন গাভাস্কার

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে। দুই দলের ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি বিরাট কোহলির। তবু তাকে নিয়ে হচ্ছে সমালোচনা।

ওপেনিংয়ে নেমে যে কোহলি ধীরগতির এক ফিফটি করেন। ৪৩ বলে করেন ৫১। আইপিএলের মতো রানপ্রসবা পিচে ১১৮ স্ট্রাইকরেটটা ঠিক মানানসই নয়।

কোহলির ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কারও। তিনি মনে করছেন, কোহলি যেভাবে রান করেছেন, সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য উদ্বেগের।

কোহলি প্রথম ১৮ বলে ৩২ রান করেছিলেন। কিন্তু তার পরের ১৯ রান করতে তিনি নেন ২৫ বল। সেট হওয়ার পর মারকুটে হওয়ার বদলে বরং আরও খোলসে ঢুকে যান ভারতের সাবেক অধিনায়ক।

ধারাভাষ্য দেওয়ার সময়ে গাভাস্কার বলেন, ‘বিরাট কোহলি মাঝের ওভারে তার ছন্দ হারিয়ে ফেলেছিলেন। আমার ঠিক মনে নেই, তবে কোহলি ৩১-৩২ রান করার পর একটি বাউন্ডারিও মারেননি। আপনি যখন ওপেন করতে নামছেন এবং ১৪-১৫ ওভার পর্যন্ত ব্যাট করছেন, তখন আপনার ১১৮ স্ট্রাইকরেট আশা করা যায় না। দল আপনার থেকে এমনটা আশা করে না।’

Join Manab Kallyan