বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ, কানাডার কাছে হারলো বিশাল ব্যবধানে

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দুই দল নেদারল্যান্ডস আর নেপাল। কদিন আগে নেদারল্যান্ডস মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়ে স্কটল্যান্ডের কাছে হেরেছে ৭১ রানের বড় ব্যবধানে।

এবার বিশ্বকাপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ নেপালেরও একই হাল। সোমবার কানাডার কাছে তারা হেরেছে বাজেভাবে, ৬৩ রানের বড় ব্যবধানে।

ডালাসে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল কানাডা। নিকোলাস কার্টন ৩৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৫২ রান। এছাড়া নভনিদ ধালিবাল ২৭ বলে ৩২ আর শেষদিকে রবিনদার পাল সিং ১৭ বলে ১ চার আর ৪ ছক্কায় খেলেন ৪১ রানের হার না মানা ইনিংস।

জবাবে ১৯.৩ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় নেপাল। কুশাল মাল্লা ৩০ বলে ৩৭, অনিল শাহ ১৬ বলে ২৪ আর আসিফ শেখ করেন ২২ বলে ২২ রান।

কোনো ব্যাটারই টি-টোয়েন্টির মানের ইনিংস খেলতে পারেননি। একটা সময় ৫ উইকেটে ৯৪ রান ছিল। আর ২৬ রান তুলতে শেষ ৫ উইকেট হারায় নেপাল।

কানাডার দিলন হেইলিগার ২০ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট।

Join Manab Kallyan