এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু ঘটনাই ঘটে গেছে। এর মধ্যে স্কটল্যান্ডের উত্থান চমকপ্রদ লেগেছে অনেকের কাছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৯০ রান করে তারা, তবে ওই ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দুই দলকে ভাগাভাগি করতে হয় পয়েন্ট।
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে ৫ উইকেটে। এখন তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপ ‘বি’তে শীর্ষ দল। যদিও এখনো কেবল তারা খেলেছে দুই ম্যাচ। তবে স্কটল্যান্ডের এই শীর্ষে থাকাকে চমক হিসেবে মানতে রাজি নন দলটির ক্রিকেটার মিচেল লিয়াসেক।
তিনি বলেন, ‘আমাদের অসাধারণ একটা স্কোয়াড আছে। এটা কোনো চমক না (স্কটল্যান্ডের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা), অনেকের জন্য হয়তো হতে পারে। ইংল্যান্ড হয়তো বলতে পারে ১০ ওভারে আমাদের ৯০ রান করা তাদের জন্য চমক, কিন্তু আমার জন্য তা না।’
‘এই দলটার গভীরতা অনেক। কয়েক বছর ধরে আমরা একসঙ্গে খেলছি। এর সঙ্গে কিছু নতুন ছেলেও যোগ হয়েছে। আমার জন্য এটা কোনো চমক না যে আমরা এখন এই অবস্থায় আছি। আমাদের সামনে দুটো বড় ম্যাচ আছে, এরপর আমরা কেন শীর্ষে থাকতে পারবো না?’
স্কটল্যান্ডকে প্রথমে মুখোমুখি হতে হবে ওমানের। নামিবিয়ার বিপক্ষে সুপার ওভারে হেরেছিল তারা, অস্ট্রেলিয়াও একসময় ৫০ রান তুলে দলটির বিপক্ষে হারিয়েছিল ৩ উইকেট। ওমানের পর স্কটল্যান্ডের লড়তে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচ কঠিন হবে মানলেও আশাবাদী লিয়াসেক।
তিনি বলেন, ‘এই দুইটা ম্যাচ আমাদের টেবিলের তলানিতেও নিয়ে যেতে পারে। এখনো ৮০ ওভারের খেলা বাকি, অন্য অনেক দলের এখনো অন্য অনেক কিছু করা বাকি। রোববার আমরা ওমানের মুখোমুখি হবো, যেটা অনেক বড় ম্যাচ আমাদের জন্য। এরপর আবার আমাদের চলতে হবে।’
‘আমি এখানে বসে বলবো না যে অস্ট্রেলিয়ার ম্যাচটা কঠিন হবে না। এটাও বলতে পারবো না ওমানের ম্যাচটা কঠিন হবে না। কারণ আমরা জানি সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে খেলা কতটা কঠিন। ওমানের এখনো জ্বলে উঠা বাকি, সেটা হয়তো আমাদের বিপক্ষেই হতে পারে।’