বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশের ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার বাফুফের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।
সভার পর বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু ব্রিফিংয়ে বলেন, ‘বাফুফের ডিএফএ মনিটরিং কমিটি ৩৫টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছিল। এগুলোর মধ্যে ২৯ টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেগুলোর নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই ২৯ ডিএফএর অ্যাডহক কমিটি গঠন করা হবে।’
তবে কোন ২৯ ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ডিএফএ।
দীর্ঘ প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত এ সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-রেফারিদের মান উন্নয়নে ‘ফুটবল রেফারিজ একাডেমি’ স্থাপন, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ কমপক্ষে ৮ দল নিয়ে আয়োজন ও ২০২৩-২৪ মৌসুমে রেলিগেশন বাতিল, রেফারিদের সম্মানি ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের চুক্তির মেয়াদ দুই বছর বৃদ্ধি।