ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রথম আক্রমণ ছিল চতুর্থ মিনিটে। সেটিতেই গোল ভিনিসিয়ুস জুনিয়রের। অমন চমৎকার শুরুর পর বাকি সময়ে গোলের সংখ্যা শুধু বাড়িয়েই গেছে রিয়াল মাদ্রিদ। আজ লা লিগায় ওসাসুনার মাঠে নেমে ৪–২ ব্যবধানের জয় তুলেছে কার্লো আনচেলত্তির দল। দুটি গোল করেছেন ভিনিসিয়ুস, একটি করে দানি কারভাহাল ও ব্রাহিম দিয়াজ।
তবে গোলদাতার খাতায় নাম না থাকলেও গোলে সহায়তায় ‘হ্যাটট্রিক’ করেছেন একজন—ফেদে ভালভের্দে। ২০২২ সালে লুকা মদরিচের পর রিয়ালের কেউ একই ম্যাচে তিনটি গোলে অবদান রাখলেন। এই জয়ে লা লিগার ট্রফির দৌড়ে অনেকখানি এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে জিরোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১০–এ।