নীতা আম্বানি, নাম শুনলেই চোখে ভেসে ওঠে কোনো বিখ্যাত ডিজাইনারের ডিজাইন করা পোশাক ও অনেক দামি গয়নায় মোড়ানো এক নারীকে। হবেই বা না কেন? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির স্ত্রী। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি।
নীতা আম্বানির যে বিশ্বের সবচেয়ে দামি জিনিসগুলো ব্যবহার করে তা সবারই জানা। সম্প্রতি একটি গাড়ি কিনে তাক লাগিয়েছেন তিনি। ব্রিটিশ ব্র্যান্ডের তৈরি রোলস রয়েস ফ্যান্টম VIII কিনেছেন তিনি। ভেলভেট রঙের এই গাড়ি খুব কম মানুষের কাছেই আছে। এটি তার দ্বিতীয় রোলস রয়েস।
গত বছর দীপাবলিতে মুকেশ আম্বানি তাকে রোলস রয়েস কুলিনান গাড়িটি উপহার দেন। যার দাম প্রায় ১০ কোটি রুপি। এই গাড়ি বলিউড বাদশা শাহরুখ খানের কাছেও একটি। তবে এবার নতুন যে গাড়িটি তিনি কিনেছেন তা শুধু লুক নয়, ইঞ্জিন শক্তি এবং বিলাসবহুল বৈশিষ্ট্যর দিক থেকেও সেরা।
৮ম জেনারেশনের ফ্যান্টম গাড়িতে রয়েছে গোলাপের মতো নিখুঁত শিল্প। ভেতরে আছে অর্কিড ভেলভেট ইন্টিরিয়র। আরামের জন্য হেডরেস্ট, অটোমেটিক ক্লাইমেট জোন-সহ গুচ্ছের ফিচার্স রয়েছে। যিনি গাড়িটি চালাবেন তার জন্য রয়েছে আলাদা ডিসপ্লে এবং অন্যান্য ব্যবস্থা। রোলস রয়েস তার প্রিমিয়াম ইন্টিরিয়র ডিজাইনের জন্য বিশ্ববিখ্যাত।
গাড়িতে ৬ মিলিমিটার পুরু স্তর যুক্ত ১৩০ কেজি সাউন্ড ইন্সুলেশন রয়েছে গাড়ির প্রতিটি জানলায়। পাশাপাশি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ইনফোটেনমেন্ট ডিসপ্লে-সহ একাধিক স্মার্ট ফিচার্স রয়েছে গাড়িতে। গাড়িতে রয়েছে ৬.৭৫ লিটার ভি১২ ইঞ্জিন যা সর্বোচ্চ ৫৭১ হর্সপাওয়ার এবং ৯০০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িতে রয়েছে অ্যালমুনিয়াম স্পেস ফ্রেম।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ব্রিটিশ ব্র্যান্ড রোলস রয়েস গ্রাহকদের ৪৪ হাজার রং অফার করে গাড়ির জন্য। আর প্রত্যেকটি প্রিমিয়াম পেইন্ট স্কিম। যে কারণে গাড়ির দাম থাকে আকাশছোঁয়া। রোলস রয়েসকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা হিসেবে বিবেচনা করা হয়।
গাড়ির বিশেষত্ব এখানেই শেষ নয়। গাড়ির যে হেডরেস্ট রয়েছে তাতে লেখা এনএমএ অর্থাৎ নীতা মুকেশ আম্বানি। এই ধরনের কাস্টমাইজেশন একমাত্র রোলস রয়েসের গাড়িতেই দেখতে পাওয়া যায়। চার চাকার বাজারমূল্য ১২ কোটি রুপি।
সূত্র: ইন্ডিয়া টাইমস