বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক, ১৪৩১

শিশুর কি খেতে, কথা বলতে অসুবিধা হয়? কখন যাবেন ডাক্তারের কাছে

অনেক শিশুরই ছোট–বড় বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি থাকে। ‘টাং টাই’ বা এঙ্কাইলোগ্লসিয়া এ রকমই একটি সমস্যা। টাং টাই জিহ্বার স্বাভাবিক নড়াচড়া বাধাগ্রস্ত করে। জিহ্বা আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। মায়ের বুকের দুধ পান, লালার সঙ্গে অন্যান্য খাবার মিশিয়ে দাঁতের নিচে পৌঁছে দিয়ে খাওয়ার উপযোগী করা, বিভিন্ন ধ্বনির উচ্চারণ, স্পষ্টভাবে শব্দ বলা, বিভিন্ন স্বাদ বুঝতে পারা, মুখ পরিষ্কার রাখা, চুষে খাওয়াসহ জিহ্বার ভূমিকা অনেক।

জিহ্বায় লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামের একধরনের টিস্যু থাকে। টাং টাইয়ে আক্রান্তদের সেটা অস্বাভাবিক ছোট অথবা পুরু হয় বলে জিহ্বার নিচের দিকটা মুখগহ্বরের তালুর সঙ্গে আটকে থাকে। স্বাভাবিক নড়াচড়ায় বাধা দেয়।

Join Manab Kallyan