বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮ কার্তিক, ১৪৩১

চোট কি মেসিকে শেষের বার্তা দিচ্ছে

‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’—রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ পঙ্‌ক্তি লিওনেল মেসির শোনার কথা নয়। আর শুনলেও স্প্যানিশ ভাষার বাইরে আর কোনো ভাষা ভালোভাবে না জানা মেসির পক্ষে এর অর্থ জানার কথাও নয়। তবে মেসি না শুনলে কিংবা না বুঝলেও এই গানের লাইনটির সঙ্গে যেন মিলে যাচ্ছে তাঁর বর্তমান অবস্থা। ক্লান্তি এবং চোট মিলিয়ে মেসি এখন যেন ‘ক্লান্ত প্রাণ’!

প্রায় দুই দশক আগে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন মেসি। এরপর উত্থান–পতনের রোলারকোস্টার অভিজ্ঞতার মধ্য দিয়ে সাফল্যের শিখর স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা। ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জয়ের পথে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেসি। কারও কারও চোখে ‘এলএম টেন’ অবশ্য সর্বকালের সেরাই! বিশেষ করে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর শ্রেষ্ঠত্ব নিয়ে অনেক বিতর্কেরই ইতি টেনেছেন মেসি।

Join Manab Kallyan