বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র, ১৪৩১

শেকৃবির উপাচার্য, উপ-উপাচার্যের পদত্যাগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র পরামর্শকে পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি শাখার সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিক। তবে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রক্টর তারও আগে পদত্যাগ করেন বলে জানান সমন্বয়কারী শিক্ষার্থীরা।

শেকৃবির আরেক সমন্বয়ক আল রাকিব বলেন, আমরা আন্দোলন চলাকালে দেখেছি, শেখ হাসিনার পদত্যাগের শেষদিন পর্যন্ত আমাদের প্রশাসন তার পক্ষে মিছিল করেছে। এমনকি উপাচার্য কেআইবিতে গিয়ে আওয়ামী লীগের মিছিলে যোগ দিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কোনোভাবেই কাম্য নয়।

অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া ২০২০ সালের ১৭ নভেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান। অন্যদিকে গত বছরের ৩০ এপ্রিল অধ্যাপক ড. অলোক কুমার পালকে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

Join Manab Kallyan