সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে নাসিক ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল মীরপাড়া এলাকার মেসার্স মনির এন্টারপ্রাইজের ঝুটের গুদামে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদাম আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আগুনের সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিষয়টি বলা সম্ভব হবে।

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদাম আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মালিকপক্ষের দাবি, আগুনে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan