মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১

সারাদেশে সংঘর্ষ-হামলায় নিহত ১১৮

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়েছেন শেখ হাসিনা। এতে সোমবার (৫ আগস্ট) আনন্দ উল্লাসে মেতে ওঠে সারাদেশের জনগণ। তবে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় অন্তত ১১৮ জন নিহত হয়েছেন। বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে…..

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ মরদেহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে সোমবার (৫ আগস্ট) রাজধানীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ জনের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। তাদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় শনাক্ত হয়নি। একইসঙ্গে ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে ৩৯৭ জনকে এবং ভর্তি নেওয়া হয়েছে ৭১ জনকে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সাভারে নিহত ২৫

সাভারে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় প্রায় দুই শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। অধিকাংশ মৃত্যুই গুলিতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা। রোববার (০৫ আগস্ট) দিনভর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সাভারের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায়, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮, নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ৩, গণস্বাস্থ্য কেন্দ্রে ৬, হ্যাপী জেনারেল হাসপাতালে ১ ও হাবিব ক্লিনিকে ২ জনের মৃত্যু হয়েছে। ওইসব হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুই শতাধিক মানুষ।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানাজার ইউসুফ আলী বলেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের মধ্যে দুইজন অজ্ঞাত রয়েছেন। তাদের পরিচয় জানার চেষ্টা চালছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের অপারেশন ম্যানাজার হারুন-অর-রশিদ জানান, তিন মরদেহের মধ্যে একজনের পরিচয় পাওয়া যাচ্ছে না। থানা পুড়িয়ে দেওয়ায় মরদেহটি নিয়ে বিপাকে রয়েছি। এছাড়াও হাবিব ক্লিনিকেও অজ্ঞাত দুইজনের মরদেহ পড়ে রয়েছে।

যশোরে হোটেলে আগুন, নিহত ১৮

যশোরে সোমবার (৫ আগস্ট) বিকেলে বিজয় মিছিল থেকে বিক্ষুব্ধ জনতার একটি অংশ পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। রাত ১১টা পর্যন্ত আগুনে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর মরদেহ মিলছে। এখনো কয়েকটি তলা পর্যবেক্ষণ করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছি। উদ্ধারকাজ চলমান রয়েছে।

কুষ্টিয়ায় নিহত ৮

কুষ্টিয়ায় সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। সোমবার (৫ আগস্ট) দুপুরে কুষ্টিয়া মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ নিহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও শতাধিক।

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, ৬ জনের মরদেহ আমরা পেয়েছি। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

গাজীপুরে সংঘর্ষে নিহত ৯

গাজীপুরের শ্রীপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে ৬ জন, মহানগরীর বাসন থানায় পুলিশের গুলিতে একজন ও কালিয়াকৈরে আনসার সদস্যদের গুলিতে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী ও উৎসুক জনতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় শ্রীপুরে বিজিবির তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জারিন ফারা বলেন, বিকেলের দিকে চারজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

মানিকগঞ্জে গুলিতে কলেজছাত্র নিহত

মানিকগঞ্জে নৌপুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টাধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম চঞ্চল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে নৌ-পুলিশ ফাঁড়ি ও শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়।

সোমবার (৫ আগস্ট) নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক অমিত রায়। নিহত রফিকুল ইসলাম চঞ্চল উপজেলার রুপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে ও মানিকগঞ্জের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, নিহত ৪

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে গেছেন চারজন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের চারতলায় চারজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহ পুড়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।

ঝিনাইদহে চেয়ারম্যানসহ নিহত ৪

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় তার গাড়িচালক আক্তার মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়।

এদিকে কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ায় আগুনে পুড়ে রাব্বি (১৩) এবং মনজু (২০) নামের দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলের বিভিন্ন সময় এ ঘটনা ঘটে।

চাঁদপুরে চেয়ারম্যান ও তার ছেলেকে পিটিয়ে হত্যা

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তিনি। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে পালিয়ে বাগাড়া বাজারে এলে ফের জনতার মুখোমুখি হন। সেখানেই তাকে এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যাইনি।

কয়রায় উপজেলা চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা

খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ যেন খুঁজে না পাওয়া যায় সেজন্য আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়রার আরও দুই জন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি সেখানে ছিলেন বলে এলাকাবাসী জানায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে উপর মহলের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। আমরা থানায় অবস্থান করছি।

Join Manab Kallyan