মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

লুটপাট করায় নারায়ণগঞ্জে ৪ যুবককে সাজা

নারায়ণগঞ্জে পুলিশ ফাঁড়ির মালামাল লুটের সময়ে চারজনকে ১৫ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার দ্বীন ইসলাম, মো. সাকিল হোসেন ও সিদ্ধিরগঞ্জের নবী হোসেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া তাদের প্রত্যেককে সাজা প্রদান করেন।

এর আগে জালকুড়ি এলাকার পুলিশ ফাঁড়িতে মালামাল লুটের সময়ে রোবার স্কাউটের সদস্যরা তাদের আটক করেন। এসময় তাদের পরনে ছিল এক ধরনের বিশেষ পোশাক। যা সাধারণত স্বেচ্ছাসেবীরা পরিধান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া বলেন, সাজাপ্রাপ্তরা জালকুড়ি এলাকার পুলিশ ফাঁড়িতে মালামাল লুট করছিলো। এসময় ছাত্ররা তাদের হাতেনাতে আটক করে আমাদের কাছে নিয়ে আসে। সেই সঙ্গে জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দেওয়া হয়।

Join Manab Kallyan