শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১

টেকশই কর্মপরিবেশের জন্য পুরস্কার পেলো বঙ্গ বিল্ডিংস

শ্রমিকদের জন্য শোভন ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত, সামাজিক-প্রাকৃতিক পরিবেশের সুস্থতা অক্ষুন্ন রাখায় গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেয়েছে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠানটি ২০০৭ সালে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (বিবিএমএল) নামে যাত্রা শুরু করে। পিভিসি ডোর বাথরুম ফিটিংসসহ প্রতিষ্ঠানটি গৃহস্থালী পণ্য উৎপাদন করছে।

রোববার (২৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কারখানাগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

প্লাস্টিক খাতে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালসের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কারখানাটি সেরা গ্রিন ফ্যাক্টরির পুরস্কার পেলো। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে গ্রিন ফ্যাক্টরি পুরস্কার গ্রহণ করেন বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালসের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ জালালউদ্দিন।

শেখ মোহাম্মদ জালালউদ্দিন বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরুক্ষা নিশ্চিত করার উদ্যোগ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, কর্মপরিবেশ, সবুজ পরিবেশ সব কিছু বিবেচনায় নিয়ে কলকারাখানা অধিদপ্তর আমাদের পুরস্কৃত করেছে। আমাদের বিভিন্ন ফ্যাক্টরি ঘুরেছে তাদের টিম। সারাদেশে প্রায় কয়েক হাজার ফ্যাক্টরি থেকে ২৯টি ফ্যাক্টরি এ পুরস্কার পেয়েছে। যার মধ্যে আমাদের প্রতিষ্ঠানটিও রয়েছে। নানান ধরনের প্লাস্টিক পণ্য, ফিটিংস কারখানাটিতে উৎপাদন হয়। ফ্যাক্টরিটিতে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন।

Join Manab Kallyan