সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাশের রাজ্য নিউ জার্সি। নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেছেন। তাছাড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ব্রুকলিনের ভবনগুলোও।

এ ভূমিকম্পের ফলে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলা গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন ওঠেন, এটা কি ভূমিকম্প?

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানিয়েছেন, ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত ও লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকেও ভূমিকম্প অনুভব করেছেন তারা।

সূত্র: বিবিসি

Join Manab Kallyan