শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১

শিক্ষা–স্বাস্থ্যে বরাদ্দ কমেছে, বাড়ানো হয়েছে রাস্তাঘাটে

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। অন্যদিকে রাস্তাঘাট নির্মাণের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে চলতি অর্থবছরে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি পাস করা হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গতকাল মঙ্গলবারের সভায় চলতি অর্থবছরের সংশোধিত এডিপি পাস করা হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন।

Join Manab Kallyan