সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন, ১৪৩১

গণবিদ্যা নিকেতন এসএসসি ব্যাচ ৯৭ কার্যকরী কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিরে দোস্ত, ইফতারের আর আধ ঘণ্টা সময় বাকি, তুই কই?’ ইফতার পার্টিতে যোগ দিতে বিকেলে এক বন্ধুর দেরি দেখে মুঠোফোনে বন্ধুর খবর নিচ্ছিল আরেক বন্ধু। বিবি রোডে আছে শুনে হাসি ফুটে বন্ধুটির মুখে। শহরের বাঙালিয়ানা রেস্টুরেন্টে ২৬ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জের গণবিদ্যা নিকেতন এসএসসি ব্যাচ ৯৭ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে ততক্ষণে হাজির একদল মধ্যবয়সী তরুণ।

গণবিদ্যা নিকেতন এসএসসি ব্যাচ ১৯৯৭ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মানবিক এডভোকেট মোঃ রাশেদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সৃজনশীল সভাপতি মোঃ মোস্তাক আহমেদ। জীবন ও জীবিকার টানে সবাই কর্মব্যস্ত জীবন কাটালেও শুধুমাত্র হৃদয়ের টানে সহপাঠীরা ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ছুটে আসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জিতু সুমন, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, তাসবির, শাহাদাত মোল্লা, মাজেদুল ইসলাম, উদয় মুকুল, মিনহাজ শাতিল, রিপন খান, ইকবাল হোসেন, জুয়েল হাওলাদার, এডভোকেট রিংকু, তাজবির লিমন, রাসেল পাঠিন, ফারজানা মিষ্টি, রনি কুমার সাহা, জুয়েল পোদ্দার, সবুজ সাহা, মলয় দাস, জয়দেব সাহা, চন্দন সাহা, রাজীব রায়, রাজন সাহা, তপন সাহা সহ অন্যান্য।

এছাড়াও প্রাণবন্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম এ মান্নান ভূঁইয়া, জাকির হোসেন, হালিমুল্লাহ টিটু ও মামুন ফকির। পরিশেষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহপাঠী মোয়াজ্জেম হোসেন টিপু।

Join Manab Kallyan