তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের শারীরিক সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে তত্ত্বীয় ক্লাসগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ। তবে এসময়ে তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষাগুলো চলমান থাকবে।
সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদীয় সভাকক্ষে ২৩-২৫ এপ্রিল পর্যন্ত তত্ত্বীয় ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেন ডিন কাউন্সিলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের ক্লাসে আসা-যাওয়া ব্যাহতসহ নানাবিধ শারীরিক সমস্যা বিবেচনায় স্নাতক পর্যায়ের বিভিন্ন অনুষদের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা চলমান রেখে শুধু অনুষদের বিভিন্ন লেভেলের তত্ত্বীয় ক্লাস ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, যদি পরিস্থিতির অবনতি হয় অর্থাৎ তাপপ্রবাহ চলমান থাকে, তাহলে প্রশাসন এ কার্যক্রমকে আরও বর্ধিত করবে। অন্যথায় ক্লাস আবারও আগের মতো সশরীরে হবে।