শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র, ১৪৩১

দাবদাহে স্বস্তি দিতে শসা-ক্যাপ বিতরণ

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। কোথাও যেন স্বস্তি নেই। এ অবস্থায় সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে শসা ও ক্যাপ বিতরণের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের মানবিক সংগঠন টিম খোরশেদ। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়।

আয়োজকদের সূত্রে জানা যায়, ছয়দিন যাবত টিম খোরশেদের সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানি বিতরণ করে আসছেন। এবার তারা পানি বিতরণের পাশাপাশি শসা এবং রিকশা চালকদের জন্য মাথার ক্যাপ বিতরণের উদ্যোগ নিয়েছেন।

তাদের এ কার্যক্রম সাধারণ মানুষের মাঝেও সাড়া পড়েছে। রিকশা চালকরা এসে পানি ও শসার সঙ্গে একটি ক্যাপ নিয়ে যাচ্ছেন। যতদিন তাপপ্রবাহ চলমান থাকবে ততদিন তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

দাবদাহে স্বস্তি দিতে শসা-ক্যাপ বিতরণ

রিকশা চালক মুকুল বলেন, গরমে আমরা অনেক কষ্টে রয়েছি। এ অবস্থায় টিম খোরশেদ প্রতিদিনই চাষাঢ়া এলাকায় এসে আমাদের ঠান্ডা পানি খাইয়ে থাকে। আজ পানির সঙ্গে শসা ও ক্যাপ দিয়েছেন। তাদের এ উদ্যোগে একটু সময়ের জন্য হলেও স্বস্তি পাওয়া যায়।

বেসরকারি চাকরিজীবী নাঈম বলেন, প্রচন্ড গরমের মধ্যে আমরা যারা রাস্তায় চলাচল করি তাদের জন্য এ উদ্যোগ একটু হলেও স্বস্তি দেয়। এটা খুবই ভালো উদ্যোগ। সমাজের বিত্তবান শ্রেণি এ ধরনের উদ্যোগ নিলে আমাদের মতো জনসাধারণ হয়তো কিছুটা স্বস্তি পাবো।

সংগঠনের সদস্য নাজমুল কবির নাহিদ বলেন, প্রচন্ড তাপদাহের মধ্যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। আমরা শসা বিতরণের ব্যবস্থা করেছি। সাধারণ মানুষের মধ্যে ক্যাপ বিতরণ করেছি। তাপদাহ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

টিম খোরশেদের প্রধান ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরবাসী। এজন্য আমরা শ্রমজীবী মানুষের মাঝে শসা এবং রিকশা চালক ভাইদের জন্য মাথার ক্যাপ বিতরণ করছি। আমাদের টিম যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি বিপর্যস্ত মানুষকে একটু হলেও যেন প্রশান্তি দেওয়া যায়।

তিনি আরও বলেন, আমাদের এ কার্যক্রমের পাশাপাশি টেলি মেডিসিন সেবা চালু রয়েছে। যার মাধ্যমে দূর থেকে রোগীরা টেলিফোন করে হিটস্ট্রোকে আক্রান্ত মানুষজন বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবেন। যতদিন এ তাপদাহ থাকবে আমাদের কার্যক্রম ততদিন চলমান থাকবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আমরা গরমের মধ্যে ঢিলেঢালা সাদা কাপড় পরিধান করার পরামর্শ দিচ্ছি। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পাশাপাশি জলীয় বাস্প এবং পানি সমৃদ্ধ খাবার (শসা, তরমুজ, বাংগী ইত্যাদি) বেশি খাওয়ার চেষ্টা করতে হবে।

Join Manab Kallyan