মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১

ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্যের বাস ভবন দখল করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাংশ শিক্ষক সেখানে অবস্থান নেওয়ায় উপাচার্যের বাসায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাস ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এসময় উপাচার্যের বাস ভবনের সামনে একদল শিক্ষার্থী ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। তখন বিএনপির একদল শিক্ষক তাদের এ কাজে বাধা দেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙে উপাচার্যের বাস ভবনের ভেতরে প্রবেশ করেন। এসময় শিক্ষকরা বাধা দিলে শুধু ভিসির বাস ভবন থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি বের করে নিয়ে আসবেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

নাম বলতে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রাবি উপাচার্যের নির্দেশে আমাদের ওপর গুলি চালানো হয়। আমরা দ্রুত ভিসির পদত্যাগ চাই। নতুন ভিসি দেখতে চাই। আমরা হলে প্রবেশ করবো। কেউ ঠেকাতে পারবে না। এ ক্যাম্পাসে ছাত্রলীগ আর কখনোই প্রবেশ করতে পারবে না।

Join Manab Kallyan