মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১

অবশেষে পদত্যাগ করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি

রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।

ঢাবির ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধ্যাপক আবদুর রশীদ আজ সকালে বিভাগে যোগদানের আবেদন করেছেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আশফাক আখতার বলেন, আমরা জানতে পেরেছি উপাচার্য সকালে পদত্যাগ করেছেন। তবে সরাসরি কোনো পত্র তিনি মন্ত্রণালয়ে দেননি। সম্ভবত ই-মেইল করেছেন।

জানতে চাইলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর রশীদ বলেন, নিয়ম মেনে আমি পদত্যাগ করেছি। আমি অসুস্থ। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা যদি আমাকে না চান, তাহলে পদে থাকার মানে হয় না। আমি সরে গেছি, এটা সত্য।

Join Manab Kallyan