মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে রিজুর সিনেমা ‘কলম’

দেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রিয়াজুল রিজু। ‘বাপজানের বায়োস্কোপ’ নির্মাণ করে তাক লাগিয়েছিলেন তিনি। এরপর বিভিন্নরকম নির্মাণে তিনি ব্যস্ত হয়ে পড়েন।

অনেকদিন পর তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাণে ফিরছেন। তার নতুন এ সিনেমার নাম ‘কলম’। সম্প্রতি রিয়াজুল রিজু তার ফেসবুক ওয়ালে একটি থিমেটিকাল পোস্টার প্রকাশ করেছেন এ সিনেমার। সেটি বেশ নজর কেড়েছে সবার। পোস্টারে দেখা গেল সিনেমার স্লোগান, ‌‘সব হারে, কলম হারে না’।

নির্মাতা জানান, সিনেমায় রূপক অর্থে কলমকে ন্যায় ও প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হবে। এ সিনেমা তিনি উৎসর্গ করেছেন বাংলাদেশের প্রকৃত সাংবাদিকদের।

সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে রিজুর সিনেমা ‘কলম’

 

হঠাৎ এ গল্প ভাবনার সিনেমা নির্মাণের কি রহস্য? জানতে চাইলে তিনি বলেন, আমার সিনেমার মূল প্রোটাগনিস্ট সাংবাদিক, এন্টাগনিস্ট সমাজের কালপ্রিট এবং নারী চরিত্র একজন প্রফেসার ওয়ার্ল্ড কমিউনিকেশনে যে সিদ্ধহস্ত। কাস্টিংসহ বাকি গল্প খুব শিগগিরই জানানো হবে।

রিজু জানান, পরিচালনার আগে অভিনয়েও বেশ নিয়মিত ছিলেন। দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এবারের কলম সিনেমাটি সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়েই নির্মাণ করছেন বলে জানান তিনি।

Join Manab Kallyan