বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ সোমবার ফেয়ার মাইন্ড ফাউন্ডেশনের মহিপুর থানার আলীপুরের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ০২ টার দিকে তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম, আলহাজ্ব আবু হানিফ মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিব মুসল্লী (প্রিন্স আব্দুল্লাহ), কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নুর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ.এম হারিচুর রহমান এবং ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীগণ।