মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

উদ্যমী ও অগ্রগামী মানুষদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ

উদ্যমী ও অগ্রগামী সৃজনশীল মানুষদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় নারায়ণগঞ্জ চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় ২৭ এপ্রিল শনিবার সকালে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ নিজাম উদ্দিন।

আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে মানবিক গুণাবলী নিয়ে শুভ সূচনায় বক্তব্য রাখেন মানব কল্যাণ শিক্ষা বিষয়ক সচিব বুবলি আক্তার, নির্বাহী কর্মকর্তা ইফতে সাম, প্রচার ও দপ্তর সচিব মনোয়ার হোসেন সানি, সৃজনশীল কবি রুনু সিদ্দিক, নারী উদ্যোক্তা শাওলিন রিফাহ, প্রেমা রহমান, সাদিয়া আফরিন তমা, আয়শা হক, নাসরিন সুলতানা, রোজি নিশা, কুমকুম বেগম, সোহানা হোসেন তিথি, স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন সিমন, মোহাম্মদ জারিফ অনন্ত সহ অন্যান্য।

অনুষ্ঠানে বিভিন্ন যুব প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করে এসময় আলোচকরা বলেন, মানবিক কর্মসূচীতে যাদের সঙ্গে আমরা বেশির ভাগ সময় কাটাই তারা আমাদের আরেকটি বৃহৎ পরিবার। এই পরিবারের সবার সঙ্গে ঈদ ও নববর্ষের আনন্দ ভাগ করে নিতে পারছি এটা অনেক আনন্দের। আমরা সবাই মিলে এই মানব কল্যাণ পরিষদ কে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের সংগঠন মানবতার সেবায় ভালো কাজ করছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে মানবিক গুণাবলীতে কাজ করার আহ্বান জানানো হয়।

পরিশেষে প্রচন্ড তাপদাহে রাস্তায় বের হওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে শহরের চাষাড়ায় দুপুরে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।।

Join Manab Kallyan