মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবককে ১৩ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মাদক মামলায় মো. রায়হান (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রায়হান রূপগঞ্জের জাঙ্গীর এলাকার মো. সেলিমের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, রূপগঞ্জ থানায় করা মাদক মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন বলেন, ২০২২ সালের ২২ জুলাই রুপগঞ্জ থানা পুলিশ টহলরত অবস্থায় জাঙ্গীর এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্রব্যসহ রায়হানকে আটক করে। পরে এ ঘটনায় পুলিশ রূপগঞ্জ থানায় মামলা করেন। আদালত বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন।

Join Manab Kallyan