মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ, ১৪৩১

যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ সম্পাদক তৌহিদুর

যশোর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়। এতে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দিনু আহমেদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুর কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।

কার্যনির্বাহী সদস্য ৬ পদে বিজয়ীরা হলেন- শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন যুগ্ম সম্পাদক এসএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।

Join Manab Kallyan