পেশাগত দায়িত্ব পালনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুলিশের সামনে থেকে এক সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে। যার বিরুদ্ধে অভিযোগ তার নাম আবুল খায়ের আরাফাত। তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঘটে এ ঘটনা।
ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মো. মাসুদ রানা। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস’ ও ‘দৈনিক খবর সংযোগ’ পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।
মাসুদ রানা বলেন, আমি পেশাগত দায়িত্ব পালনে ভিডিও নিচ্ছিলাম। ঠিক ওই সময় ছাত্রলীগ কর্মী আরাফাত আমাকে পেছন থেকে টেনে হিঁচড়ে পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাকে চড়-থাপ্পড় মারেন। সেখানে উপস্থিত পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে বন্দর থানার ওসি ছাত্রলীগ কর্মীর হাত থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দেন।
অভিযুক্ত আবুল খায়ের আরাফাত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে অভিযোগ রয়েছে, আবুল খায়ের আরাফাত নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ান। এর আগে ২০২১ সালে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে আবুল খায়ের বলেন, আমি কোনো সাংবাদিক লাঞ্ছিত করিনি। ওই ছেলেটা আমার ক্যাম্পাসের ছোট ভাই। তাই তাকে ডেকে কথা বলতে চাচ্ছিলাম।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে একজনকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি দেখে ছেলেটিকে নিরাপদ স্থানে চলে যেতে সহযোগিতা করি। তখন ছেলেটি আমাকে বলেন তিনি সাংবাদিক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, সাংবাদিক যারাই আছেন এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের কেউ কোনো হয়রানি, হেনস্তা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।